अतुल प्रसाद का घर कहां है
Rabindranath tagore biography pdf.
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (৪ মে ১৮৪৯ - ৪ মার্চ ১৯২৫) ছিলেন একজন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী।[১] স্বকীয় প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি তার ছোটোভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।[২]
পরিবার
[সম্পাদনা]দ্বারকানাথ ঠাকুরের পৌত্র ও দেবেন্দ্রনাথ ঠাকুরের সপ্তম সন্তান তথা পঞ্চম পুত্র[৩]জ্যোতিরিন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতারজোড়াসাঁকোরঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ তার থেকে বারো বছরের ছোটো। জ্যোতিরিন্দ্রনাথ তাকে উৎসাহ ও সঙ্গ দিয়ে তার প্রতিভার পূর্ণ বিকাশে সহায়তা করেন।[২][৪] তাদের দুই দাদা কবি ও দার্শনিক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও প্রথম ভারতীয় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথের ছোটোবোন স্বর্ণকুমারী দেবী ছিলেন বিশিষ্ট লেখিকা ও সংগীতজ্ঞা।[৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বাল্যকালে দাদা হেমেন্দ্রনাথ তার শিক্ষার ভার নিয়েছিলেন। পরে তিনি সেন্ট পল'স ও মন্